জেলা প্রতিনিধি:
খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী তাওহিদুল ইসলাম তুহিন ওরফে কালা তুহিনসহ (৩৫) তিনজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, চার রাউন্ড বুলেট, একটি ওয়ান শুটার বন্দুক, দুটি কার্টুজসহ দেশীয় অস্ত্র ও মাদক জব্দ করা হয়।
মঙ্গলবার রাতে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের দক্ষিণ রাঙ্গেমারীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কালা তুহিন বাদে গ্রেফতারকৃতরা হলেন- হাবিব শেখ (৩২) ও কে এম মিজানুর রহমান ওরফে সুজন (৪৫)। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান চালায়।
বটিয়াঘাটা থানার ওসি মোস্তফা খায়রুল বাশার জানান, গোপন খবরে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জলমা ইউনিয়নের দক্ষিণ রাঙ্গেমারী এলাকার ফারুকের হাঁসের খামারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কালা তুহিনসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরে আসামিসহ জব্দকৃত অস্ত্র সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়ে।
ওসি বলেন, কালা তুহিন দীর্ঘদিন ধরে গ্রেনেড বাবুর সঙ্গে নানা অপকর্ম করে আসছে। তার নামে বিভিন্ন থানায় বেশ কিছু মামলা আছে।