স্পোর্টস ডেস্ক:
পাক-ভারত সম্পর্কের টানাপোড়েনের গল্পটা আজকের নয়। দুই চিরবৈরী দেশের সম্পর্কে একটু আঁচ এলেই তার প্রভাবটা পড়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে। তবে এমন কিছু হতে দেওয়া উচিত নয়, জানালেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
তিনি জানান, পাকিস্তান-ভারতের মধ্যে এখন কী চলছে, তার কিছুই জানেন না তিনি। রিজওয়ান ক্রিকেটে রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন সম্প্রতি। লাহোরে পাকিস্তান সুপার লিগের এক ম্যাচের পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ক্রিকেটে রাজনীতি থাকা উচিত নয়। আমি জানি না পাকিস্তান-ভারতের মধ্যে কী হচ্ছে—আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না।’
আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দিয়ে রিজওয়ান বলেন, ‘আমরা যখন বিরাট কোহলি কিংবা জো রুটের মতো খেলোয়াড়দের সঙ্গে দেখা করি, তখন আমরা একটা ক্রিকেটীয় পরিবারের মতো আচরণ করি। আমরা তাদের কাছ থেকে শিখি, তারাও আমাদের থেকে শেখে।’
এদিকে পাকিস্তান সুপার লিগ থেকে গত রাতে বিদায় নিয়েছে রিজওয়ানের দল মুলতান সুলতান্স। এর পেছনে নিজ দলের ভুল স্বীকার করেছেন তিনি। তার কথা, ‘আমরা সঠিকভাবে কন্ডিশন বুঝে দল গড়েছি, তবে ফিল্ডিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। ভুল করেছি, তাই হার মেনেছি।’
অধিনায়কত্বটা কি চাপের হয়ে যাচ্ছে কি না, এমন প্রসঙ্গে রিজওয়ান বলেন, ‘চাপ তো অবশ্যই থাকে। পাকিস্তানের অধিনায়কত্ব হোক বা মুলতানের, সবাই তাকিয়ে থাকে। এই চাপ মেনে নিয়েই আমাদের উন্নতি করতে হবে।’
টি-টোয়েন্টি ক্রিকেটের বদলে যাওয়া ধরণ নিয়ে রিজওয়ানের বিশ্লেষণ, ‘মানুষ বলে আধুনিক টি-টোয়েন্টি খেলতে হবে, কিন্তু পরিস্থিতি তো সেটার অনুকূলে থাকে না। এখানে এমন কন্ডিশন থাকে যে টি-টোয়েন্টিতেও টেস্ট ম্যাচের মতো খেলতে হয়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখেছেন—১২০ রান করাও কঠিন ছিল।’
তুলনার বদলে বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, ‘অন্যরা কী করছে সেটা না ভেবে কন্ডিশন কী বলছে, সেটাই বুঝে খেলা উচিত।’ বাবর আজমের পেশোয়ার দল নিয়ে এক প্রশ্নে রিজওয়ান বলেন, ‘পেশোয়ারের জন্য দোয়া করি। আমরা যদি আমাদের ক্যাচগুলো ধরতে পারতাম, আজ এই অবস্থায় পড়তাম না।’