খুলনা প্রতিনিধি : গোপালগঞ্জে সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছেন তিনি। রাতে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। নাহিদ বলেন, গোপালগঞ্জে ‘মুজিববাদীরা’ হত্যার উদ্দেশে জঙ্গি কায়দায় জাতীয় নাগরিক কমিটি-এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে।
‘ফ্যাসিস্ট’ ও ‘মুজিবাদীরা’ অস্ত্র নিয়ে এই হামলা চালিয়েছে, তারা পুলিশের উপর হামলা চালিয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে তিনি সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে বলেন, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠনে পরিণত হয়েছে। তারা আর রাজনৈতিক দল নেই। সেটা তারা স্পষ্ট করেছে। আমরা আগেই বলেছিলাম, সারাদেশের ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে এই গোপালগঞ্জ। মামলার আসামিরা এখানে আছে। তারা হত্যার উদ্দেশে এই হামলা চালিয়েছে।
তিনি বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল সমাবেশ করতে পারে না আমরা আজকে সেই মিথ ভেঙে দিয়েছি।
সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে নাহিদ বলেন, এদিন ফরিদপুরে নির্ধারিত পথসভা কর্মসূচি বহাল থাকবে।