ডেনমার্ক প্রতিনিধি :
ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় মিডিয়ায় দেশে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির প্রতিবাদে ডেনমার্কে অবস্থিত ভারতীয় দুতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ডেনমার্ক শাখার নেতাকর্মীরা। এসময় ভারতের রাষ্ট্রদূতের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
ডেনমার্ক শাখা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ডেনমার্ক শাখার সভাপতি গাজি মনির আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডেনমার্ক শাখা বিএনপির সহ-সভাপতি সিকদার মিজানুর রহমান, সহ-সভাপতি বেলায়েত হোসেন বাবুল, আইন বিষয়ক সম্পাদক সারওয়ার খান, ছাত্র বিষয়ক সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান শেখ মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ , বিএনপি নেতা শোভন, ফরিদ হোসেন, ওয়াহিদুল ইসলাম, যুবদলের নেতা আমিনুল ইসলাম, এতেশাম রেজা সেতু, আলাউদ্দিন হাসান, মোঃ মাজহারুল ইসলাম হিমেল, মোহাম্মদ আল-আমিন অনিক, ইমাদ আহমেদ, সাদেক, নূর মোহাম্মদ সুমন প্রমুখ
প্রধান অতিথির বক্তব্যে গাজি মনির আহমেদ ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দশ্য করে বলেন, আপনারা নিজের দেশে গনতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেন। আমরা আমাদের বাংলাদেশ রক্তের উপর দাড়িয়ে দুইবার দেশ স্বাধীন করেছি। এই দেশের এক ইঞ্চি মাটিও দেশের জনগন ছাড়বে না। আমাদের বিদেশে কোন প্রভু নাই। আমরা সবাইকে বন্ধু হিসেবে দেখি। কেউ প্রভু হতে আসলে তার পরিনাম হবে ভয়াবহ।