এরশাদুল বারী, কোপেনহেগেন থেকে :
স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর নতুন করে আলোচনায় এসেছে ডেনমার্কসহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করা সিরিয়ান অভিবাসীদের বিষয়টি। এরই মধ্যে মঙ্গলবার ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেডেরিকসন সিরিয়ান অভিবাসীদের ডেনমার্ক ছাড়ার আহবান জানিয়েছেন।
বর্তমানে ডেনমার্কে প্রায় ৩৫ হাজার সিরিয়ান অভিবাসী বসবাস করছেন। এদের মধ্যে প্রায় ০৯ শতাংশ ড্যানিশ নাগরিকত্ব পেলেও বাকিরা অস্থায়ী হিসেবে দীর্ঘদিন ধরে ডেনমার্কে বসবাস করে আসছেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে রয়েছেন দেশটির অভিবাসীরা।
ড্যানিশ ডেমোক্রেটস এর সভাপতির করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মেতে ফ্রেডেরিকসন আরও বলেন, আমাকে ডেনমার্ক থেকে পালাতে বাধ্য করা হলে সেখানে ফিরে আসার খুব ইচ্ছা সবসময়ই থাকবে। তিনি বলেন, ডেনমার্কে অনেক সিরিয়ান অভিবাসী বসবাস করছেন। তাদের অনেকেই আবার অস্থায়ীভাবে আছেন। অবশ্যই আমি প্রত্যাশা করবো তারা খুব দ্রুতই দেশে ফিরে যাবেন।
এদিকে সিরিয়ান অভিবাসীদের দেশে ফিরে যাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর ওই উক্তির পর পৃথক এক বিবৃতিতে ড্যানিশ রিফিউজি কাউন্সিল সিরিয়ান অভিবাসীদের দেশে ফিরে যাওয়ার বিষয়টি এখনও অনেক জটিল ও স্পর্শকাতর বলে উল্লেখ করেছেন। বিবৃতিতে বলা হয়, সিরিয়ায় যুদ্ধ বন্ধ হলেও সেখানকার পরিবেশ এখনো ঠিক হয়নি। সেখানে অনেক অনিশ্চয়তা বিদ্যমান রয়েছে। এমন অবস্থায় এসব অহেতুক বিতর্ক কেবল সিরিয়ান অভিবাসীদের উদ্বেগ-উৎকন্ঠাকে আরও ঘনিভুত করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।