এরশাদুল বারী :
ভিনদেশে দেশীয় খাবারের পসরা, নাচ-গানের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিচিতি সভায় এক অন্য রকম একটি দিন উপযাপন করেছেন ডেনমার্কে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ এসোসিয়েশন ডেনমার্কের উদ্যোগে সম্প্রতি (২২ ফেব্রুয়ারি) কোপেনহেগেনের নরোব্ররো হেলেনে অনুষ্ঠিত এসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি সভার এই অনুষ্ঠানটি হয়ে উঠে বাংলাদেশিদের মিলনমেলা। দেশীয় গানের সুরে বিভিন্ন স্টলে রকমারী বাংলাদেশি খাবার ও পিঠার সাজানো পসরা ছিল চোখে পড়ার মতো।
এসোসিয়েশনের সভাপতি শামছুল আলম ও সাধারন সম্পাদক মাহবুবুর রহমান বলেন, নতুন প্রজন্মের তরুণরা আমাদের দেশীয় বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানা খুবই জরুরী। এই ধরনের উদ্যোগ তাদের কাছে বাংলা সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরবে বলে আমরা মনে করি। অনুষ্ঠানের শুরুতে সভাপতি সামছুল আলাম অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন।
৭১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদকে পরিচয় করে দেন সংগঠনিটর সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন বাবুল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা ও বার্ষিক পরিকল্পনা উপস্থাপন করেন এসোসিয়েশনের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত একাধিক প্রবাসী জানান, বাংলাদেশ থেকে দূরে পরিবার ও আত্মীয়-স্বজনদের ছাড়া ব্যস্ত জীবনে এই আয়োজনটি তাদের জন্য এক আনন্দময় মুহূর্ত এনে দিয়েছে। উৎসবটি প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐতিহ্যের বন্ধনকে আরও দৃঢ় করেছে এবং এমন আয়োজন মাঝে মাঝেই করা দরকার বলে মন্তব্য করেন তারা।
উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল একুশের মাসে নতুন প্রজন্মের বাচ্চাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।বিভিন্ন শিল্পীদের মনোমুগ্ধকর গান পরিবেশনায় দর্শকরা দারুণভাবে মেতে ওঠেন।পরিবেশনায় ফুটিয়ে তোলা হয় প্রবাসে থেকেও বাংলার সংস্কৃতির টান। অনুষ্ঠানের শেষে আকর্ষনীয় রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, আগামী ১ লা জুনে কোপেনহেগেনের নরোব্রো হেলেনে এসোসিয়েশনের উদ্যােগে বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।