ডেনমার্ক প্রতিনিধি:
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডেনমার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাস কোপেনহেগেন এর রাষ্ট্রদূত এ কে এম শহিদুল করিম ।শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ডেনমার্কের কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মনির আহমেদ। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডেনমার্ক শাখা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক। আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও ডেনমার্কের বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীত ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে নীরবতা পালনের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়। পরে ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন দূতাবাসের মিনিস্টার সাকিব সাদাকাত ।
আলোচনা সভায় প্রধান অতিথি গাজী মনির আহমেদ বলেন- ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়। যার ফলস্রুতিতে আমরা ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করেছি। এরই ধারাবাহিকতায় পুনরায় স্বৈরশাসকের হাত থেকে ২৪ এর জুলাই-আগস্ট আন্দোলন সফল হয়েছে।
প্রধান আলোচক ওমর ফারুক বলেন, ৫২ ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মাতৃভাষা বাংলার সঠিক ব্যবহার যেন সর্বক্ষেত্রে হয় তার ওপর গুরুত্বারোপ করতে হবে ।
অনুষ্ঠানের সভাপতি রাষ্ট্রদূত একেএম শহিদুল করিম বলেন, ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কৃষ্টি কালচার এবং সংস্কৃতিকে ধরে রাখার জন্য বাংলা ভাষার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডেনমার্ক শাখা বিএনপি’র সহ-সভাপতি বেলায়েত হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কাজী শাহজাহান, সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম জিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক বদিউজ্জামান শেখ মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী শরীফ আহমেদ, ওবায়দুল্লাহ, মশিউর রহমান, সোহেল, আলাউদ্দিন প্রমুখ।পরে দূতাবাসের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।