স্পোর্টস ডেস্ক:
শনিবার মিউনিখে ইন্টার মিলানের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে নামবে পিএসজি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
ইতালির ক্লাব ইন্টার মিলান অতীতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেলেও ফ্রান্সের পিএসজি কাড়ি কাড়ি টাকা খরচ করেও সাফল্যের মুখ দেখতে পারেনি। তবে এর আগেও একবার ফাইনালে খেলেছিল তারা। ২০২০ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল পিএসজির।
আপাত দৃষ্টিতে যদি দেখা যায়, তাহলে মনে হতেই পারে প্যারিসের দলটি একদমই মধ্যমানের। কিন্তু ফুটবলাররাই যে আসল কেরামতি দেখিয়ে দিয়েছেন। আশরাফ হাকিমি, মারকুইনহস, ফ্যাবিয়ান রুইজ, বারকোলাদের মধ্যে সব থেকে বড় তারকা যদি কেউ থেকে থাকেন, তাহলে সেটা গোলরক্ষক ডোনারমা। বাকিরা কেউই তেমন তারকা গোছের নয়।
এদিকে পিএসজির জয়ের বিষয়ে এবারে ক্লাব অফিশিয়ালরা এতটাই আত্মবিশ্বাসী যে, ইন্টারের বিপক্ষে নামার আগেই তারা প্যারিসে একপ্রকার জয় উদযাপনের মঞ্চ প্রস্তুত করে রেখেছেন। জানা যাচ্ছে, প্যারিসের বিশ্ব বিখ্যাত আইফেল টাওয়ারকে সেদিন রাঙিয়ে তোলার হবে পিএসজির সমর্থনে। পিএসজি গোল করলেই সেই আইফেল টাওয়ারেও তার প্রতিফলন দেখতে পাওয়া যাবে।