ক্যাম্পাস প্রতিবেদক:
ডাকসুর নির্বাচন কমিশন, রোডম্যাপ ঘোষণা, সাম্য হত্যাকারীদের গ্রেফতার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরণ অনশনে থাকা ৩ শিক্ষার্থীর দুইজনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা বশির মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।
অনশনের ৫৭ ঘণ্টা পর মেডিকেলে চিকিৎসা নিতে গেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও ঢাবি শিক্ষার্থী মাহতাব উদ্দিন।
শুক্রবার (২৩ মে) রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাইমা হক বিদিশা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ অনশনরতদের সঙ্গে কথা বললে তারা মেডিকেলের চিকিৎসা নিতে রাজি হন।
তবে তাদের এ অনশন কর্মসূচি অব্যাহত থাকছে বলে জানিয়েছেন তারা। উপাচার্যের বাসভবনের সামনে বাংলাদেশ ছাত্র সংসদের সভাপতি জামাল উদ্দিন খালিদসহ বেশ কিছু শিক্ষার্থী সংহতি জানিয়ে উপস্থিত রয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, আমরা অনশনরত শিক্ষার্থীদের বোঝাতে সক্ষম হয়েছি যে ডাকসু আয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রক্রিয়া চলমান। আমরা আগামীকাল একটি সভা করব সেখানে আলোচনা অনুযায়ী ডাকসুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। তবে তারা তাদের অনশন এখনও অব্যাহত রেখেছেন।
উপ-উপাচার্য সায়মা হক বিদিশা বলেন, যারা আগে হল কিংবা অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে ছিল এমন একজনকে এ বিষয়ে দায়িত্ব দিতে হবে। অনেক শিক্ষক ছুটিতে আছে অনেকেই আবার দায়িত্ব নিতে মানা করছে তাই আমাদের আরও দুইদিন সময় লাগবে। আমরা সিন্ডিকেট সভায় ১ ঘণ্টার ওপরে ডাকসু নিয়ে নিয়ে আলোচনা করেছি সবাই মোটামুটি একটা বিষয়ে এসে দাঁড়িয়েছে। কাল দুপুর ২টায় আবার আমরা এটি নিয়ে বসবো।