ডেনমার্ক প্রতিনিধি :
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডেনমার্ক শাখা জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার সংগঠনটির সভাপতি গাজী মুনির আহমেদ এক বিবৃতিতে এ নিন্দা জানানোর পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিবৃতিতে গাজী মুনির আহমেদ বলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি আব্দুল লতিফ সম্রাট কালিয়া উপজেলা বিএনপি ও কালিয়া পৌর বিএনপি নেতা কর্মীদের সাথে মতবিনিময় আলোচনা করতে ঢাকা থেকে কালিয়ার উদ্দেশ্যে আসার পথে যোগানিয়া বাজারে তার গাড়িবহরে হামলা চালানো হয়। নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এর নির্দেশে সন্ত্রাস বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আতর্কিত হামলা হয় অভিযোগ করে তিনি বলেন, এ হামলার সময় ১৫/২০ টি মটর সাইকেল ভাঙচুর ও আগুন দেয়া হয়।এতে অনেকেই আহত হন যাদের গোপালগঞ্জ মেডিকেলে চিকিৎসা ভর্তি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আব্দুল লতিফ সম্রাটকে ঢাকায় প্রেরণ করা হয়।
গাজী মুনির আহমেদ বলেন, আব্দুল লতিফ সম্রাট একজন বিএনপি নেতা শুধু তিনি একজন রেমিটেন্স যোদ্ধাই নন তিনি একজন প্রবাসী ।বর্তমান সরকার প্রবাসী বান্ধব সরকার । এই সময় একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধার উপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় আমরা প্রবাসীরা অত্যন্ত দুঃখ পেয়েছি । এই ঘটনার মাধ্যমে প্রমাণ করে এই সরকারের আমলেও প্রবাসীরা বাংলাদেশের মাটিতে নিরাপদ না। তিনি ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোড় দাবি জানান।